সাতক্ষীরা শহরে মোবাইলের দোকানের গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে সাতক্ষীরা পৌর শহরের সঙ্গীতার মোড়ের ইসলামী ব্যাংকের নিচ তলায় আর কে টেলিকমে এ চুরির ঘটনা ঘটে। দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা প্রায় ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন এবং দোকানে থাকা নগদ ২ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক গোবিন্দ চন্দ্র সাধু।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে দোকানে গিয়ে দেখেন দোকানের গ্রীল কাটা, দোকানে থাকা ১৫৪ পিচ স্মার্টফোন ও ২০টি বাটুন মোবাইল ফোন নেই। ড্রয়ারে রাখা টাকাও নেই। অজ্ঞাত সংঘবদ্ধ চোরেরা দোকান উজাড় করে নিয়ে গেছে। সে সময় দোকানে থাকা আমাদের সিসি ক্যামেরা গুলো ভেঙ্গে নিয়ে যায় চোরেরা। ভবনের নিচে থাকা সিসি টিভি ফুটেজ দেখে আমরা অবগত হয়েছি চোরেরা শুক্রবার ভোরে গ্রীলের তালা কেটে দোকানে প্রবেশ করে। দোকানে থাকা মোবাইল ফোন গুলো ৫টি বড় ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইদুল ইসলাম জানান, চুরির খবর শুনে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর কে টেলিকম এর মালিক গোবিন্দ চন্দ্র সাধু একটি অভিযোগ দিয়েছে। সংঘবদ্ধ চোর চক্রকে আটক ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে পুলিশ। ——
