সমাজের আলোঃ যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নাটনার খাল নামক স্থানের মুলি খালি বটতলা থেকে একজন অজ্ঞাত পুরুষের(৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। চৌগাছা থানার এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তা কেটে ভিতর থেকে ৪৫ বছরের একজন যুবকের লাশ বের করে।
লাশটি চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের আপহ্নত বিপুলের বলে সনাক্ত করেছেন তাঁর স্বজনেরা (নিহত বিপুলের ছোট ভাই)।
