সমাজের আলোঃ ৫৮তম দিনে ৩৫৩ পরিবারের জন্য বিনামূল্যে শাক সব্জি বিতরণ। ২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের করোনার সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭তারিখ থেকে শুরু হওয়া বিনামূল্যে শাক সব্জি বিতরণ ঈদের কয়েকদিন ছাড়া চলমান ছিলো। সেঞ্চুরি একাডেমির এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কর্মসূচি আজ ০৭/০৬/২০২০ তারিখ শনিবার ছিলো ৫৮তম দিন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক লকডাউন শিথিল করায় সীমিত আকারে শুধু মাত্র সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সর্বমোট ৩৫৩টি পরিবারের জন্য বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়।
আজ বিতরণ করা হয় পুইশাক, মিষ্টি কুমড়ো ও কলমি শাক। আগামীকালও সকাল ১০টা থেকে বিতরণ করা হবে গার্লস স্কুলের সামনে থেকে।
