সমাজের আলো : আজ বিজয়ের মাস ডিসেম্বরের ৫ তারিখ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের হামলায় কোণঠাসা পাক বাহিনীর শেষ মুহূর্তের প্রতীক্ষায় সমগ্র বাঙালি জাতি। হানাদার মুক্ত এলাকাগুলোতে উড়ছে নতুন পতাকা। বাংলাদেশের পতাকা।ঘটনাবহুল এই দিনটিতে জলে, স্থলে, আকাশে সর্বত্র পাকবাহিনীর পর্যুদস্ত। ঢাকার আকাশ পুরোপুরি মিত্রবাহিনীর দখলে। ৩ ও ৪ ডিসেম্বরের হামলায় পাকিস্তানের প্রায় সকল যুদ্ধবিমান বিধ্বস্ত অথবা অকেজো। বিজয়ের পর ভারতীয় বিমান বাহিনীর দেওয়া তথ্যমতে, তেজগাঁও ও কুর্মিটোলার পাকিস্তান বিমানবন্দরে মাত্র ১২ ঘণ্টায় ৫০ টন বোমা ফেলা হয়েছিল। একই সময়ে বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল পাকিস্তান সেনাবহরের ৯০ সাঁজোয়া যান। এছাড়া ধ্বংস হয় পাকিস্তানি সৈন্য বোঝাই বেশ কয়েকটি লঞ্চ ও স্টিমার। ৫ ডিসেম্বর এক বেতার বার্তায় যৌথ বাহিনী চট্টগ্রাম সমুদ্র বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজগুলোকে বন্দর ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়। এতে বর্হিবিশ্বে পাকিস্তানিদের আসন্ন পরাজয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

