সমাজের আলো : ফুটফুটে নিষ্পাপ ছোট্ট একটি শিশু,বয়স ৭মাস নাম তার জিম।জন্মের পরে সমাজের আর পাঁচটা শিশুর মতো তার-ও থাকার কথা ছিলো বাবা-মায়ের কোলে!কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জন্মের সময় পৃথিবীর আলো দেখার আগেই মা মারা গেল,আশাশুনি উপজেলার বাঁকড়া শরাফপুর গ্রামে বাবার কাছেও ঠাঁই হলো না,সেই থেকে অবুঝ শিশু জিমের জায়গা হলো অভাব অনাটনে মধ্যে থাকা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের চাঁদপুর দোনপাড়ে নানা-নানীর সংসারে।নানা শফিকুল ইসলাম একজন দিনমজুর।তার মধ্যে ছোট্ট শিশু জিমের দুধের টাকা জোগাড় করা তাদের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার।ছোট্ট শিশু জিমের মানবেতর জীবনযাপন এর বিষয়টি ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানতে পেরে জীমের জন্য ব্যেক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।সেই থেকে(প্রায় ৬মাস ধরে)জীমের নিয়মিত খোঁজ খবর নেওয়া দুধের ব্যবস্থা করা বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।জীমের নানা-নানি চাঁদপুর গ্রামের শফিকুল দম্পত্তির সাথে কথা বলে জানতে পারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।আমাদের সমাজে আর্থিক অনটনে জীবন থমকে যাওয়া বাবা-মা হারা জীমদের জীবনে একটু হলেও আলো ফোটাতে আপনি/আপনারাও এগিয়ে আসুন

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক