সমাজের আলো। ।পূর্বপরিচয়ের সূত্র ধরে এক নারীর বাড়িতে বেড়াতে গিয়েছিল মেয়েটি (১৭)। ভোরে মেয়েটির কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী এক যুবক। এ সময় মেয়েটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল মুন্সী (২৬) ও সহযোগিতার অভিযোগে ফিরোজা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে। সোহেল মুন্সী ভান্ডারিয়া পৌরসভার লক্ষ্মীপুরা মহল্লার মফিজুর রহমান মুন্সীর ছেলে। ফিরোজা বেগম উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী। ফিরোজা বেগম পৌরসভার লক্ষ্মীপুরা মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌরসভার লক্ষ্মীপুরা মহল্লার হাইস্কুল সড়কে রিপন ব্যাপারীর বাড়িতে ফিরোজা বেগম ভাড়াটে হিসেবে বসবাস করেন। স্থানীয় একটি কলেজের ছাত্রী ওই মেয়ে (১৭) কলেজে যাওয়া-আসার সময় ফিরোজা বেগমের সঙ্গে পরিচয় হয়। পিতা-মাতাহীন দরিদ্র মেয়েটি ফিরোজা বেগমকে খালা ডাকত। তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার পর মেয়েটি প্রায়ই ফিরোজা বেগমের বাসায় যেত। মেয়েটির কিছু কাগজপত্র ফিরোজা বেগমের কাছে গচ্ছিত ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *