সমাজের আলো।। ১১ রানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিজে পাঠায় দুই নিয়মিত ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানকে। আর ওয়েস্ট ইন্ডিজ বল তুলে দেয় বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে।
আকিল ওভারের প্রথম বল দিলেন ওয়াইড। পরের বলটি স্লগ করে সৌম্য সরকার নেন দুই রান। পরে থার্ড আম্পায়ার জানায় বলটি ছিল নো। তাতে ৬ বলে বাংলাদেশের লাগত ৭ রান। এই সহজ সমীকরণও বাংলাদেশ মেলাতে পারেনি।
ফ্রি হিটে সৌম্য বড় শট খেলতে পারেননি। নিতে পারেন ১ রান। পরের দুই বল থেকে সাইফ নিতে পারেন ১ রান। নিজের খেলা প্রথম বলটি খেলেন ডট, পরেরটি কাভারে ঠেলে এক রান নেন।
তাতে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৫ রানের। ওভারের চতুর্থ বলটি সৌম্য স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম বলে নাজমুলও বড় শট খেলতে পারেননি, সেই বলে অতিরিক্ত থেকে এক রান আসে।
১ বলে ৪ রানের সমীকরণের সামনে আকিল আরও একটি ওয়াইড দেন। তবে সেটির সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। শেষ বলে সাইফ নিতে পারেন এক রান। বাংলাদেশ হেরে যায় ১ রানে।
এর আগে বল হাতে মোস্তাফিজ সুপার ওভারে দেন ১০ রান। ওভারের প্রথম ৫ বলে ৬ রান দেওয়া মোস্তাফিজ শেষ বলে বাউন্ডারি হজম করেন। হোপের ব্যাটের কানায় লেগে আসে বাউন্ডারি। এই জয়ে সিরিজে ১–১ এ সমতায় ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
