সমাজের আলো : পার্বতীপুরে বিদেশি দাতা সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘লিভিংস্টোন বাংলাদেশ’ নামে একটি বিদ্যালয় বিক্রি হতে যাচ্ছে। নজিরবিহীন এই অনৈতিক অপকর্মটি করছেন বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন পরিচালক বিমল রায়। তিনি বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেজে ইতোমধ্যে বিক্রির বায়নানামা রেজিস্ট্রি করে দিয়েছেন কামরুল হুদা বাদশার নামে। ২৯ আগস্টের মধ্যে প্রশাসনিক কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে বিদ্যালয়টি বিক্রি ঠেকানো কঠিন হয়ে যাবে। বিদ্যালয়টির সম্পত্তি, স্থাপনা ও অবকাঠামো রক্ষার জন্য মন্মথপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মো.মাহাবুবার রহমান পার্বতীপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ১৯ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
