সমাজের আলো : ভোমরা সিমান্তে চোরাকারবারী ও সুবেদার নজরুল হত্যার নায়ক জাকিরের বেআইনি তৎপরতা কোন ভাবেই থামছে না। বিভিন্ন ভারতীয় পন্য পাচার করেনা। জাকিরের সবচেয়ে বড় ব্যবসা গরুর মাংস মাদক ও পাতার বিড়ি। জাকির লক্ষীদাড়ি সিমান্ত দিয়ে এসব বেআইনি মাল পাচার করে কয়েকজন ইন্জিন ভ্যান ও হামিদ লক্ষন নামের দুইজন প্রতিবন্ধীর ভ্যানের গোপন বক্সের ভিতরে করে সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার হোটেল ও ব্যবসায়িদের কাছে সরবরাহ করে থাকে।। ভোমরা সিমান্তে বিজিবির নিচ্ছিদ্র নিরাপত্তা থাকা সত্বেও ভোমরা লক্ষীদাড়ি সিমান্ত ভেড়ির মাত্র বিশ গজ দুরে নিজ বাড়িতে বেআইনি কার্যক্রম চালালেও কোন এক অদৃশ্য কারনে জাকির সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যায়। একাধীক সুত্রে জানা যায় যে জাকির বিভিন্ন দিক ম্যানেজ করেই বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাংস মজুদ ও মাদক সেবিদের ঠান্ডা মাদক পান করানোর জন্য জন্য নিজ বাড়িতে দুটি ফ্রিজ ব্যাবহার করে আসছে।
