সমাজের আলো : সাতক্ষীরাবাসীর গর্ব, বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র ও বর্তমান বিশ্বের তরুণ উদীয়মান বাহাতি পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত বিস্ময় বালক ‘দ্য ফিজ’ মুস্তাফিজুর রহমানের ২৫ তম জন্মবার্ষিকী আজ। ১৯৯৫ সালের আজকের এই দিনে (০৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবুল কাসেম গাজী এবং মাতার নাম মাহফুজা খাতুন। মুস্তাফিজরা তিন ভাই। সবার ছোট মুস্তাফিজ, বড় ভাই মাহফুজুর রহমান এবং সেজো ভাই মোখলেছুর রহমান পল্টু। মুস্তাফিজুর রহমানের ‘দ্য ফিজ’ হয়ে ওঠার পিছনে তার বড় ভাই মোখলেছুর রহমানের অবদান অনেক বেশি। মুস্তাফিজুর রহমান এমন এক উদীয়মান খেলোয়াড় যিনি বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসাবে তিনি তার প্রথম দুই ম্যাচে ১১টি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আবাহনী লিমিটেড ও খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’ দলে খেলেছেন এবং সেবারই তার দল চ্যাম্পিয়ন হয়। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এক দিনের আন্তর্জাতিক ও টেস্টের অভিষেকে ‘ ম্যান অফ দ্য ম্যাচ’ পুরষ্কার লাভ করেন। মুস্তাফিজ প্রথম দুই ওয়ানডেতে ৫ টি করে উইকেট নেয়া দ্বিতীয় বোলার, অভিষেক ওয়ানডেতে ৫টি উইকেট নেয়া একমাত্র বোলার, ক্যারিয়ারে প্রথম দুই ওডিআইতে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর পুরষ্কার জিতে নেয়া ৪র্থ ক্রিকেটার। দ্বিপাক্ষীয় সিরিজের প্রথম তিন ওডিআইতে ১৩ উইকেট নেয়া একমাত্র বোলার। এই উজ্জ্বল নক্ষত্রের শুভ জন্মদিন। ‘সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *