তালা প্রতিনিধি : ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়া ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় বিউটি মন্ডল (১৬) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে এবং স্থানীয় দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সে। পুলিশ বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত যুবক কলাগাছী গ্রামের মৃত্যুঞ্জয় রায় পলাতক রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ভুয়া ফেইসবুক আইডি থেকে তার মেয়ে বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ছড়িয়ে মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে স্থানীয় দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থী কলাগাছী গ্রামের জগদীশ রায়ের ছেলে মৃত্যুঞ্জয় রায় নামের এক যুবক জড়িত থাকার অভিযোগ করেন তিনি। তালার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিষ্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিউটি মন্ডলের বাবা নিতাই মন্ডল বলেন, দুইদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন, বখাটে মৃত্যুঞ্জয় রায় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়ের প্রাণ দিতে হতো না।
