সমাজের আলো: দিনাজপুরের বিরামপুরে পায়ে শিকল বেঁধে মারুফ হোসেন নামে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ত্বালিমউদ্দীন ইসলামীয়া মাদরাসার মোহতামিমের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মাছুম মিয়া বাদী হয়ে শিশু আইনে মামলা করলে গতকাল বুধবার রাতেই মুহতামিম লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার দিওড় ইউনিয়নের কাদিপুর গ্রামে ত্বালিমউদ্দীন ইসলামীয়া মাদরাসার পাশে ধানক্ষেত থেকে শিশু শিক্ষার্থী মারুফ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে বিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

