সমাজের আলো: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী জানান, (১২ ই সেপ্টেম্বর) শনিবার বিকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ তাদের বিরুদ্ধে এ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী স্যারের সার্বিক তত্বাবধানে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের দীপায়নে স্কুল সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন ঘের হতে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থলে বালু উত্তোলনকারী অভিযুক্তকে পাওয়া যায়নি।এ কারণে ড্রেজার মেশিনের পাইপ বিচ্ছিন্ন করে বালু উত্তোলন বন্ধ করা হয়। এছাড়া এ উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ঘটনাস্থলে যেয়ে অভিযুক্ত ব্যক্তিদের না পাওয়ার কারণে ড্রেজার মেশিনের সকল সরঞ্জামাদি জব্দ করা হয়েছে । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরো জানেন জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

