রাজস্থানে ১১ জনের মৃত্যু : ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের সমাজের আলো। ।ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাক কর্মকর্তারা তাদের ১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সব তথ্য ইসলামাবাদকে দেয়ার জন্য নয়া দিল্লির প্রতি আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়।
