সমাজের আলো: পুকুরের পানি নোনতা আর ঘোলা। প্রচন্ড তেষ্টা সত্ত্বেও তা খাওয়া যায় না। প্রতি কলসি দশ টাকায় কিনে খাবার মতো সামর্থ্যও আমাগো নি। বাধ্য হয়ি দুই কিলোমিটার হেঁটি ‘বদনের ভাঙাড়ে’ আইছি টিউকলের পানি নেবো বলি।’ আক্ষেপভরা কন্ঠে কথাগুলো বলেন পাশর্^বর্তী দেওল থেকে শংকরকাঠি গ্রামে পানি নিতে আসা চল্লিশোর্ধ্ব বয়সী গৃহবধু হাফিজা বেগম। পাশে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষমান খুঁটিকাটা গ্রামের রোজিনা খাতুন জানান, ‘সকাল থেকে গভীর রাত অবধি চার গ্রামের মানুষ লাইন দে পানি নেয়। একটা মাত্র টিউবওয়েল হওয়ায় অনেক সময় ঘন্টার পর ঘন্টা দেরী হয়। দুরস্তারে যেয়ে পানি আনতি গে গৃহস্থলীর কাজ করার সুযোগ থাকে না- উল্লেখ করে তিনি আরও বলেন, বড় লোকেরা পানি কিনে খাচ্ছে, কিন্তু আমাগো মতো গরীব মানুষগো ভরসা এই টিউবওয়েল।’ পানি সংগ্রহে আসা অসংখ্য নারী, মুষ্টিমেয় শিশুসহ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দুই থেকে চার কিলো মিটার পর্যন্ত দুরবর্তী কাছিহারানী, দেওল, কাটালবাড়িয়া ও খুটিকাটা গ্রাম থেকে এসেছেন তারা। নিজেদের গ্রামসমুহের পুকুরের পানি ঘোলা ও লবণাক্ত হওয়ায় তা পুরোপুরি পানের অযোগ্য। আর্সেনিক ও আয়রন থাকার পাশাপাশি টিউবওয়েলসমুহের পানিও কস আর লবণাক্ত। যে কারণে জীবন বাঁচানোর তাগিদে তারা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দুরবর্তী শংকরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘বদনের ভাগাড়’ এলাকার টিউবওয়েলে আসে পানি নিতে। তবে সংগ্রহীত এ পানি নিয়েও পুরোপুরি সন্তোষ্ট নয় বলেও দাবি তাদের। উপায়ান্তর না থাকার দরুন একান্ত বাধ্য হয়ে তারা সেখানকার পানি পান করে বলেও জানান। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাছিহারানী, কাঠালবাড়িয়া, দেওল ও খুঁটিকাটা গ্রাম ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আইলার পর থেকে মুলত এসব এলাকায় খাবার পানির সংকট দেখা দেয়। পরবর্তীতে পানির কষ্ট দুর করতে বেসকারি উদোগে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু করা হলেও নানা কারণে কয়েক বছর আগেই তা বন্ধ হয়ে গেছে। যার ফলে উপকূলীয় এলাকা না হওযা সত্ত্বেও উপজেলার এ অংশে খাবার পানি নিয়ে রীতিমত হা-পিত্যেশ চলছে। এদিকে সম্প্রতি সমবায় ভিত্তিতে দেওল ও শংকরকাটি গ্রামে গড়ে তোলা দুটি ‘আর ও’ তথা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হতে খাবার পানি যোগানের ব্যবস্থা চালু হলেও বিনিময়ে নির্দিষ্ট পরিমান অর্থ নেয়া হয়। ফলে খেটে খাওয়া আর দিনমজুর শ্রেণির পাশাপাশি অসংখ্য সাধারণ পরিবারের পক্ষে প্রতিদিন খাবার পানি কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। নিতান্ত বাধ্য হয়ে তাই খাবার উপযোগী একটু পানির জন্য আরও অনেকের মতো এসব গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভিড় জমায় পাশর্^বর্তী শংকরকাঠি গ্রামে। খাবার পানির কষ্টে ভুগতে থাকা এসব গ্রামবাসীর অভিযোগ শংকরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘বদনের ভাগাড়’ থেকে সংগৃহীত টিউবওয়েলের পানি তাদের একমাত্র ভরসা হলেও তাতে প্রচন্ড রকমের আয়রন রয়েছে। কিন্তু বিকল্প কোন সুযোগ না থাকার কারনে দুর-দুরান্ত হতে যেয়েও তারা সেখানকার পানি নিয়ে আসে। শারমীন আক্তার ও সুষমা মন্ডল নামের কাছিহারানী গ্রামের দৃই গৃহবধু জানান, নিজেদের গ্রামের পুকুরের পানি ব্যবহার অনুপযোগী। টিউবওয়েলগুলোর পানিও লবনাক্ত। উপায়ান্তর না থাকায় শংকরকাঠি থেকে পানি সংগ্রহ করলেও তাতে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় নিয়েও ঐ পানি পান করে। ‘কলসের নিচে থাকা অনেকটা পানি ফেলে দিতি হয়’- উল্লেখ করে শারমীন আক্তার আরও বলেন, শংকরকাঠি থেকে পানি এনে তা একদিন রেখে পরের দিন খেতে হয়। এছাড়া সব সময় কলসের নিচের প্রায় এক জগ পরিবার পানি আয়রনের প্রচন্ডতার কারনে ফেলে দিতে হয়। আরও অনেকের মতো এ গৃহবধুর দাবি, শংকরকাঠির বদনের ভাগাড়ে থাকা টিউবওয়েলের স্থানে সরকারিভাবে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হলেও চার গ্রামের হাজারও পরিবারের খাবার পানির কষ্ট কিছুটা হলেও কমতো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *