সমাজের আলো: রাজশাহীতে টিউমার সরাতে অস্ত্রোপচারের সময় এক শিশুর কিডনি কেটে ফেলে দিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় রোববার শিশুটির বাবা মহানগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে সিজার করে বাচ্চা প্রসবের সময় ওই বাচ্চার পেট কেটে ফেলেছেন ডাক্তার। ঘটনার পর ক্লিনিকের ডাক্তার-মালিকসহ সবাই পালিয়েছেন।
