সমাজের আলো:  আলোচিত বেস্ট টিম সাতক্ষীরার সেই কথিত এডমিন মোস্তাফিজুর রহমানকে তালাক দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও নারী নেত্রী এড. শাহনেওয়াজ পারভীন মিলি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাটিয়া মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টারের কার্যালয় থেকে , অত্যাচার, নির্যাতন, স্ত্রী হিসেবে ভরন পোষণ ও স্ত্রীর মর্যাদা না দেয়া এবং অন্য স্ত্রী থাকাকে কারন দেখিয়ে এড শাহনওয়াজ পারভীন মিলি কাবিননামার ১৮ নং ক্রমিকের শর্ত মোতাবেক মোস্তাফিজুর রহমানকে ডিভোর্স প্রদানের মাধ্যমে স্বাক্ষী এসএম কামরুজ্জামান ও এড. সেলিনা আকতার শেলি’র উপস্থিতিতে তালাক নামায় স্বাক্ষর করেন। একইসাথে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭/৮ ধারা মতে তালাক নামার কপি রেজিষ্টার্ড ডাকযোগে তালাকপ্রাপ্ত মোস্তাফিজ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরণ করেন। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *