সমাজের আলো: অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উপকূলে আটকে ছিল ২৭০টি তিমি। এইসব তিমির মধ্যে কমপক্ষে ৯০টি তিমি মারা গেছে। তবে শুধু ৯০টি নয়, মৃত তিমির সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রচারিত এক সংবাদে তারা এ তথ্য জানায়। সোমবার অস্ট্রেলিয়ার দ্বীপ অঙ্গরাজ্যে তাসমানিয়ার পশ্চিম উপকূলে তিমিদের আটকে পড়ার বিষয়টি নজরে আসে। সৈকতে এসে তিমির আটকে যাওয়া অস্ট্রেলিয়ায় নতুন নয়। তবে এত বেশি সংখ্যায় তিমির দল কীভাবে সৈকতে এসে আটকে গেছে তা জানা যায়নি। মেরিন বায়োলজিস্টরা বেঁচে থাকা তিমিদের রক্ষায় হিমশিম খাচ্ছেন। তাদের উদ্ধারে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
