সমাজের আলো: ট্রেনের তলায় পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল দুই ‌বছরের শিশু। এরপর ট্রেনের লোকো পাইলটদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করল ভারতের রেল কর্তৃপক্ষ। ভারতের ফরিদাবাদের বল্লভগড় স্টেশনের কাছে রেললাইনের ওপরে খেলছিল দু’‌বছরের সেই শিশু ও তার বড় ভাই। সেই বড় ভাই হঠাৎই তার ছোট ভাইকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়। তখনই তার দিকে ছুটে আসছিল একটি মালবাহী ট্রেন। লাইনের ওপরে বাচ্চাটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আপৎকালীন ব্রেক কষেন এক লোকো পাইলট। কিন্তু ততক্ষণে ট্রেন বাচ্চাটির গায়ের ওপর দিয়ে চলে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *