সমাজের আলো: নড়াইলে এক বৃদ্ধা মায়ের আশ্রয়স্থল হয়েছে চিত্রা নদীর পাড়ে রাখা শিল্পী এস এম সুলতানের পরিত্যক্ত নৌকার নিচে। দেড় বছর আগে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেন তার ছেলে। তখন অসহায় মা গ্রামের বিভিন্নজনের বাড়িতে থাকতেন। কিন্তু গত ১২ দিন থেকে তিনি বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন চিত্রা নদীর পাড়ে রাখা শিল্পী সুলতানের পরিত্যক্ত নৌকার নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় কেউ অনুগ্রহ করে কিছু খেতে দিলে তাই দিয়েই ক্ষুধা মেটাচ্ছেন।

