সমাজের আলো: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে মা-মেয়েসহ ৫ জনকে নির্যাতনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম এখনো অধরা রয়েছেন। পুলিশের খাতায় তিনি পলাতক থাকলেও আত্মগোপনে থেকে নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় বৈঠকেও নিয়মিত তার উপস্থিতি দৃশ্যমান। শুক্রবার উপজেলার চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। এ ধরনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চেয়ারম্যান মিরানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকলে তিনি এখনো গ্রেফতার হননি। প্রসঙ্গত, গত ২১ আগস্ট মা-মেয়েসহ ৫ জনকে গরু চোর অপবাদ দিয়ে রশি বেঁধে দ্বিতীয় দফায় নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ তাকে খুঁজলেও তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *