সমাজের আলো: ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবিতে দেখা যাচ্ছে তার আশেপাশে বিভিন্ন বস্তা রাখা। তিনি একজন দোকানদার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাকিবের ভেরিফাইড পেজে এই ছবিটি আপলোড করা হয়। ছবিতে হাসছেন তিনি, ছোট টেবিলে কী যেন লিখছেন। আর টেবিলের পাশেই রয়েছে আরেকটি টুল যেখানে রাখা আছে বিভিন্ন ডাল, চাল ও শস্য। হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়বে যে কারো। না সাকিব ক্রিকেট ছাড়েননি। একটি বিজ্ঞাপনের জন্যই এমন নতুন লুক। বলাই বাহুল্য ছবিটা সাকিবের। তার ভক্তরাও একারণে রিয়্যাকশন জানাতে দেরি করেননি। মাত্র বিশ মিনিটেই লাখ রিয়াকশন ছাড়িয়েছে ছবিটি।

