সমাজের আলো: শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শীর্ষ কর্তাদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। আর্থিক কেলেংকারীর দায়ভার নেয়াকে কেন্দ্র করে গুরুত্বপুর্ন সরকারি এ দপ্তরের শীর্ষ পদাধিকারগন রীতিমত দু’ভাগে বিভক্ত হয় পড়েছে। ক্ষোভ আর অবিশ^াসের মাত্রা চরম পর্যায়ে পৌছানোই ইতিমধ্যে দপ্তরের প্রধান কর্তার বিরুদ্ধে চার সহকারী শিক্ষা অফিসার থানায় সাধারণ ডায়েরী পর্যন্ত করেছেন। পারস্পারিক দ্বন্দ্বের কারণে দু’পক্ষ পরস্পরকে দায়ি করে মুখ খুলতে শুরু করায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাহাড়সম অনিয়ম আর দুর্নীতির বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। তবে শিক্ষা অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসাতেই সাংবাদিকসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। তথ্য মতে ২০১৯-২০ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় শ্যামনগর উপজেলার ১৯১টি বিদ্যালয়ের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বরাদ্দ দেয়া অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে হস্তান্তরের ক্ষেত্রে ব্যাপক আর্থিক অনিয়ম করা হয়েছে। এমনকি অধিপ্তরের থেকে প্রেরিত চিঠির পরিবর্তে উপজেলা প্রাথিমক শিক্ষা অফিস থেকে পৃথক চিঠি করে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। সকল প্রতিষ্ঠানকে সন্তোষ্ট করতে যেয়ে প্রয়োজনকে অগ্রাধিকার না দিয়ে সমুদয় প্রতিষ্ঠানকে কোন না কোন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকের দুই শিক্ষক নেতার মাধ্যমে কয়েকজন শিক্ষক প্রতিনিধিকে অবহিত করে উপজেলা শিক্ষা অফিস সমগ্র ঘটনা ঘটিয়েছে। আর এসব বিষয় জানাজানি হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসাররা যাবতীয় অপকর্মের দায়ভার পরস্পরের উপর চাপাতে উঠেপড়ে লাগে। এক পর্যায়ে উৎকোচের মাধ্যমে সংগৃহীত ১৪ লাখ টাকা সহকারী শিক্ষা অফিসারদের কাছ রয়েছে-মর্মে উপজেলা শিক্ষা অফিসার গনমাধ্যমে তথ্য দিলে সহকারী শিক্ষা অফিসাররা রুষ্ঠ হন। পরবর্তীতে তারা সম্মিলিতভাবে এমন অভিযোগের বিষয়ে দপ্তর প্রধানের কাছে জানতে চাইলে তিনি তাদেরকে নারী দিয়ে অপমান করার হুমকি দেয়। যার প্রেক্ষিতে উপজেলার চার সহকারী শিক্ষা অফিসার যৌথভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে শ্যামনগর একটি সাধারণ ডায়েরী পর্যন্ত করেছেন। যার নং ৪২৯। গত ৯ সেপ্টম্বর ২০২০ তারিখে সাধারন ঐ ডায়েরী করা হয়। এদিকে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের মধ্যকার দ্বন্দের বিষয়টি প্রকাশ্যে আসার পর সম্প্রতি উপজেলার দুই শিক্ষক নেতা তাদের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন। পরস্পরের প্রতি কাঁদা ছুড়াছুড়ির কারনে শিক্ষা অফিসের যাবতীয় অপকর্মের ঘটনা বের হয়ে যাওয়ার ভয়ে ঐ দুই নেতা দিন রাত দৌড়াদৌড়ি করছেন বিষয়টির মিটমাট করতে। নির্ভরযোগ্য একটি সুত্রের দাবি দুই শিক্ষক নেতার মধ্যস্থতা চেষ্টার মধ্যে সাধারণ ডায়েরীকারী সহকারী শিক্ষা অফিসারগন জিডি প্রত্যাহারের চেষ্টা করেও ব্যর্থ হন। এঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যাবতীয় কর্মকার্ন্ড খতিয়ে দেখার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত শিক্ষক নেতাদের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষহ দুদক এর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। সাধারন ডায়েরীর বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনসহ সহকারী শিক্ষা অফিসাররা কোন মন্তব্য করতে সম্মত হননি।

