সমাজের আলো। । কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানকালে পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কিশোর কুমার ঘোষের পুত্র সন্দীপ কুমার ঘোষকে এবং একই গ্রামের নিয়মিত মামলার আসামী সিরাজুল ইসলামের পুত্র রুহুল আমিন খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রবিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

