সমাজের আলো: উল্লাপাড়ায় বুধবার দুপুরে পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে ঋণের সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। সুদের টাকার পাশাপাশি ঋণদাতা আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমা রানীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। নির্যাতিত গৃহবধূ জানায়, তার গ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। কিছুদিন আগে সোমা তার নিকট থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা দাবি করে দিপ্তী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *