সমাজের আলো: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দিনেরটুক গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কালামের পুত্র মানিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।
