রবিউল ইসলাম কালিগঞ্জের বিষ্ণুপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সেটেলমেন্ট অফিসার উদয় কুমার রায় (৭১) পরলোক গমণ করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উদয় কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত কালিগঞ্জের বাঁশতলা মহাশ্মশানেই সোমবার সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মৃত সতীন্দ্রনাথ রায়ের ছেলে উদয় কুমার রায় বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কৃষ্ণনগরের নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়, ঢাকার দক্ষিণখান মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর ক্যান্টনমেন্ট স্কুলে শিক্ষকতা করেন। এরপর ১৯৮২ সালে তিনি সহকারী সেটেলমেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে চাকুরির পর ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। উদয় কুমার রায়ের প্রচেষ্টায় বাঁশতলা মহাশ্মশান প্রতিষ্ঠিত হয়। এছাড়াও তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশদহ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই মিশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বিশিষ্ট সমাজসেবক উদয় কুমার রায়ের মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
