সমাজের আলো। ।ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে নিজেই পুলিশে খবর দিয়েছেন এক মহিলা। এর পরেই মধ্যপ্রদেশ পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। জানা গেছে, ছুরি দিয়ে কমপক্ষে ২৫ বার কোপ মেরে খুন করা হয়। কিন্তু এত রাগ কি কারনে সে বিষয়ে ওই মহিলা জানিয়েছেন, ২০০৫ সাল থেকে ১৫ বছর ধরে তাঁকে বার বার ধর্ষণ করে ওই ব্যক্তি। গত ১২ অক্টোবর ফের সেই চেষ্টা করতে গেলেই তিনি অস্ত্র হাতে তুলে নেন। ভারতের ওই রাজ্যের রাজধানী দিল ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে গুনা জেলার এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় পত্রিকা সূত্র জানা গেছে। মৃতের নাম ব্রিজভূষণ শর্মা। পুলিশ বলেছেন, ওই ব্রিজভূষণ জেলার অশোক নগরের বাসিন্দা। খুনের অভিযোগে মহিলার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করে পুলিশ। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, “ব্রিজভূষণ তাঁর প্রতিবেশী ছিল। মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথম বার ওই ব্যক্তির হাতে ধর্ষিত হন। সেই মুহূর্তের একটি ভিডিও তুলে রাখে ব্রিজভূষণ। এর পর ব্ল্যাকমেলিং করতে থাকেন তিনি । ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন তিনি শারীরিক সম্পর্কে যেতে রাজি হন। মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরেও একই ভাবে হুমকি ও অত্যাচার চলতে থাকে। দিন দিন তা বাড়তেই থাকে। এবার তাই নির্যাতককে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন দুই মেয়ের মা। খুনের দিন ঠিক কী হয়েছিল তাও পুলিশকে জানিয়েছেন মহিলা। তাঁর ভার্ষমতে, গত ১২ অক্টবোর মদ্যপ অবস্থায় ব্রিজভূষণ তাঁর বাড়িতে আসে। সেদিন তাঁর স্বামী কর্মসূত্রে শহরের বাইরে ছিলেন। সেই সুযোগটা নিয়েই ধর্ষণ করতে আসে ব্রিজভূষণ। মহিলার দুই মেয়ে তখন অন্য ঘরে ঘুমাচ্ছিল। এমন সময় মেয়েদের হেনস্থা করার কথা বলে ব্রিজভূষণ। এর পরেই তিনি রান্না ঘর থেকে ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে মৃত্যু হয় ব্রিজভূষণের। এর পরেই থানায় ফোন করে সমস্ত বিষয়টি জানিয়ে খুনের কথা স্বীকার করেন ওই মহিলা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *