(দেবাশীষ চক্রবর্ত্তী)।। করারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগরে একের পর এক সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। ২৪ (অক্টোবর) শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৫নং মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বলা হয় মানিকনগর গ্রামের ফতেমা খাতুন ও তার বোন বেবি আক্তারের বিরুদ্ধে সম্মানিত ব্যক্তির সম্মান হানি ও ধর্ষনের নামে মামলা দিয়ে হয়রানি করে আসছে।একের পর এক সাজানো মামলা মামলা দিয়ে বিভিন্ন লোকজনকে হয়রানি করে আসছে। প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জয়নগর ইউনিয়ন বাসী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আমিরুল ইসলাম ।সভাপতিত্বে করেন মাষ্টার আলমগীর হোসেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান ।তিনি বক্তব্যে বলেন বেবি আক্তার ও ফতেমা খাতুন ধর্ষনের নাটক সাজিয়ে এলাকার সম্মান হানি করে । এমনকি তার চাচা , ইউপি চেয়ারম্যান ও এলাকার অনেকেই তাদের ধর্ষনের মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে তিনি জানান। ৪নং বসন্তপুর ওয়ার্ডের ইউপি সদস্য আরিজুল ইসলাম জানান বেবি আক্তার ও ফতেমা খাতুন এলাকার যুবক ছেলেদের নামে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা,কেও প্রতিবাদ করতে গেলে তাকেও ভয় দেখানো হয় মিথ্যা ধর্ষনের মামলার। তিনি আরও বলেন বেবি আক্তার ও ফতেমা খাতুনের মিথ্যা ধর্ষনের মামলার শিকার থেকে সম্মানি বেক্তি সহ এলাকার যুব সমাজকে রক্ষার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে অংশগ্রহন কারী নুরজাহান ও নারগিস খাতুন বলেন, বেবি আক্তার ও ফতেমা খাতুনের মত জঘন্য মহিলারাই পারে মিথ্যা মামলা দিয়ে সম্মানি লোকের সম্মান হানি করতে। মিথ্যা ধর্ষনের মামলার ভয় দেখিয়ে এলাকার মানুষদের কাছ থেকে টাকা কামানোর একটি কৌশল তাদের। এই বিষয়ে জানবার জন্য ফতেমা খাতুন ও বেবি আক্তারের বাড়িতে গিয়ে তাদের হোদিস না মেলাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশিলিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *