সমাজের আলো। ।দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্র সমাজের দর্পণ। তাই এর সঙ্গে যারা যুক্ত তারা যেন যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। তাদের ভেতরে যেন মানবতা বোধ থাকে। তারা যেন মানুষের কল্যাণে কাজ করেন।’

