সমাজের আলো: নিজের ধর্ম ত্যাগ করে তিনি মুসলিম হয়েছেন। নাম মাসুদুর রহমান। বিয়ে করেছেন ঝাউডাঙ্গা বাজারের এক মেয়েকে । শশুরকে নিজের পিতা করেছেন। তবে তিনি বস নামে পরিচিত। বর্তমানে ঝাউডাঙ্গা বাজার ইজারা নিয়েছেন। বাজারে খাজনা আদায়ের জন্য গড়ে তুলেছেন একটি বাহিনী। এ বাহিনী সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছেন বাজার। বাহিনীর সদস্য আজিজ ইতিমধ্যে দুই বর মারধোর ঘটনায় জড়িয়েছেন। এক সদস্য দিদার মাদক সেবী তিনি পাথরঘাটা গ্রামে মারধোর করেছেন। এক সদস্য মোস্তফা তিনি নাশকতা মামলার আসামি।বস এলাকায় কোন ঘটনা ঘটলে তার বাহিনী সদস্যর চলে যান ঘটনাস্থলে। এরপর তার অফিসে আনেন বিচারের জন্য। পাথরঘাটা গ্রামে শিশু ধর্ষন ঘটনা বস তৎপর।টাকা খরচ করে বাহিনী গড়ে তুলেছেন । বসের আসল পরিচয় সকলের কাছে অজানা। (পর্ব ১)

