সমাজের আলো। ।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, ‘আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমকে আইন অনুযায়ী সাময়িক বহিষ্কার করবে স্থানীয় সরকার বিভাগ। এখন শুধু প্রজ্ঞাপনের অপেক্ষা।’ তিনি আরও বলেন, ‘ইরফানকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত চূড়ান্ত করতে এখন চিঠি ইস্যু প্রক্রিয়া চলছে।আইন অনুযায়ী তাকে আজকেই বরখাস্ত করবো।’ এলজিআরডি মন্ত্রী জানান, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। এখানে দল ও পদবী মুখ্য নয়। অভিযোগ নথিভূক্ত হয়েছে, তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত আমলে নিয়ে পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান মন্ত্রী।

