সমাজের আলো। ।যশোরের ঝিকরগাছায় স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড দেয়া হয়েছে দুই গৃহবধূকে। স্থানীয়দের অভিযোগ সংরক্ষিত ইউপি সদস্য এ কাজটি করেছেন। অবশ্য উপেজলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এমন ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ঝিকরগাছা সদর ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে ৫৫ জনকে অতিরিক্ত বিধবা ভাতাভোগীর তালিকায় স্থান দেওয়া হয়। এতে লক্ষ্মীপুর গ্রামের মাঠপাড়ার বাসিন্দা কোহিনূর বেগমকে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ তার স্বামী বাদশা হোসেন ঢাকায় নরসুন্দরের কাজ করেন। গত সপ্তাহ তিনি বাড়িতেও এসেছেন। এ ছাড়া মল্লিকপুর গ্রামের আনোয়ারা খাতুনের স্বামী আবু তালেবকেও মৃত দেখিয়ে বিধবা কার্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে তারা একবার ভাতার টাকাও পেয়েছেন। এ বিষয়ে কথা বলতে কোহিনূর বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তার ভাবি সালেহা খাতুন বলেন, ‘দুলাভাই ঢাকা থেকে এসেছে। বোন-দুলাভাই আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছেন। অপরদিকে আনোয়ারা বেগম অসুস্থতার কারণে অর্ধযুগ ধরে বিছানায় রয়েছেন এবং তার স্বামী সন্তানরাই তার দেখভাল করেন।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *