সমাজের আলো। ।মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম সেন্টু (৩৯) নামের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম সেন্টু মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মৃত মইন উদ্দিনের ছেলে ও দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্কুলশিক্ষক সেন্টু ওই গৃহবধূর স্বামীকে খুঁজতে তার বাসায় যান। গৃহবধূ নামাজ পড়তে থাকায় তার ছেলেকে সিগারেট ও আইসক্রিম আনতে দোকানে পাঠান সেন্টু। এর পর বাসায় কেউ না থাকায় ওই গৃহবধূকে ধর্ষণ করে সেন্টু। বিষয়টি জানার পর গত বুধবার সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, ওই গৃহবধূ ও অভিযুক্ত শরিফুল ইসলাম সেন্টুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *