সমাজের আলো। ।গাজীপুরে দুই কিশোর মিলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যার পর লাশ বালির নিচে চাপা দিয়ে রাখে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে রবিবার রাতে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা হলো যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর এলাকার মো. রাসেল ওরফে রাহুল (১৪) ও গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার সবুজ (১৪)। সোমবার (০২ নভেম্বর) বিকালে গাজীপুর পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। তিনি জানান, গত ২৯ অক্টোবর নগরীর কাশিমপুর বাগবাড়ী এলাকার ক্যাপ ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে জনৈক মো. কফিল উদ্দিনের নির্মাণাধীন পরিত্যাক্ত বিল্ডিংয়ের বালুর নিচ থেকে অজ্ঞাতনামা শিশুর (৫) মাথার খুলি, ১৯টি হাড়, চামড়া ও একটি হাফপ্যান্ট উদ্ধার করা হয়। পরে শিশুটি ওই এলাকার মনোয়ারের বাড়ির ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের মেয়ে রিয়া মনি বলে পরিচয় নিশ্চিত করা হয়। পিবিআই জানায়, শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও লাশ উদ্ধারের ৩০ অক্টোবর তা মা শ্যামলী বেগম অজ্ঞাত আসামি করে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। আলোচতি এ মামলাটি পিবিআইয়ের হাতে ন্যস্ত হলে রবিবার রাত ১০টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কুন্দিপুর নিজ বাড়ি থেকে ঘটনায় সরাসরি জড়িত কিশোর মো. রাসেল ওরফে মো. রাহুলকে (১৪) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে তার সহযোগী ও বন্ধু সবুজকে (১৪) তার বাড়ি কাশিমপুর বাগবাড়ি থেকে গ্রেপ্তার করে পিবিআই সদস্যরা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তারা দু’জন শিশুটিকে বিভিন্ন সময় চকলেট ও বিস্কুট কিনে দিত। ঘটনার দিন গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তারা দু’জন মিলে রাসেলের ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। শিশু ঘটনাটি তার বাবা-মাকে বলে দেওয়ার কথা বললে রাসেল ও সবুজ মিলে শিশু রিয়া মনিকে গলাটিপে হত্যা করে। পরে তার লাশ ওই এলাকার নির্মাণাধীন পরিত্যাক্ত বিল্ডিংয়ের বালুর নিচে চাপা দিয়ে রাখে। গ্রেপ্তাতদের সোমবার গাজীপুর আদালতে পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *