সমাজের আলো। ।মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই, তবে কৌতূহল আছে। নীতিনির্ধারক বা সচেতন মহলের চোখ রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। মঙ্গলবারের নির্বাচনের ফল কি হতে যাচ্ছে? এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচন হচ্ছে আজ। বিশ্ব মিডিয়ার আগাম রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন নিয়ে এতোটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফল প্রকাশে বিলম্ব হওয়া ছাড়াও নির্বাচন আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রার্থী এবং তাদের ঘনিষ্ঠরা। জালিয়াতির আগাম অভিযোগ উঠেছে। নির্বাচনের ফল মেনে না নেয়ার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
