সমাজের আলো। ।রাজশাহী মহানগর পুলিশের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। সম্প্রতি এসব অভিযোগের তদন্ত চলছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশের বরিশাল রেঞ্জের সংযুক্ত করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ বরখাস্তের আদেশ দেন। রাজশাহী রেঞ্জ পুলিশের একজন পুলিশ সুপার আবদুস সালাম প্রশাসনিক আবদুল লতিফের অনিয়ম-দুর্নীতির তদন্ত করেন। তিনি পুলিশ সদর দফতরে প্রতিবেদন পাঠালে গত মাসে আবদুল লতিফকে ডেকে পাঠানো হয়। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাইনুর রহমান চৌধুরী (প্রশাসন) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে তলব করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *