(কাজল সরদার): কাকডাঙ্গা সীমান্তবর্তী ভাদলি রাজ্জাকের মোর নামক স্থান থেকে ভোর সাড়ে পাঁচটার সময় বিজিবি শাড়ি উদ্ধার করে। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার করতে পারে নাই। কাকডাঙ্গা ক্যাম্পের নুরে আলম বলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা সারারাত টোল দিতে থাকে। ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় শাড়িগুলো নিয়ে চোরাকারবারি যাচ্ছিল।হঠাৎ বিজিবিকে দেখে তারা শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। পরে নুর আলমের নেতৃত্বে রাজিব ও আদম শাড়িগুলো নিয়ে ক্যাম্পে চলে যায়। শাড়িগুলোর মূল্য ৮০ হাজার টাকা। পুরো বিষয়গুলো নিশ্চিত করেন কাকডাঙ্গা ক্যাম্পে নুর আলম।

