সমাজের আলো:মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের বাইরে উল্লাস করেছেন জো বাইডেনের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজের বাইরে একটি স্থানকে বর্ণবাদ আন্দোলনের সময় ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা নামে নামকরণ করা হয়। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন সন্ধ্যায় শত শত বাইডেন সমর্থক সেখানেই জড়ো হয়ে উল্লাস করেন। শুধু ওয়াশিংটন নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাইডেন সমর্থকরা মঙ্গলবার হোয়াইটে হাউজের বাইরে জড়ো হন। বাইডেনের সমর্থকরা জানান, মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জয় আগাম উদযাপন করার জন্যই তারা জড়ো হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *