সমাজের আলো: সমবায় কার্যক্রমে নারীদের আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই খাতে নারীরা আরো বেশি এগিয়ে এলে, সমাজে দুর্নীতি কমবে, কাজ বেশি হবে এবং সর্বোপরি প্রত্যেকটি পরিবার উপকৃত হবে। শনিবার (৭ নভেম্বর) সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। করোনা মহামারীর প্রাদুর্ভাবের মধ্যেই এ বছর পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবেত হয়েছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সমবায়ীরা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশসেরা সফল ৯টি সমবায় সমিতি ও একজন বিশিষ্ট সমবায়ীর হাতে তুলে দেয়া হয় জাতীয় সমবায় পুরস্কার-২০১৯।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *