সমাজের আলো: বরিশালের উজিরপুর উপজেলায় এক হিন্দু যুবককে জোর করে খতনা করে দেওয়ার অভিযোগ উঠেছে মুসলিম এক পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের অভিযোগ, তাকে চাকরি দেওয়ার প্রলোভনে ধর্মান্তরিত হতে বলা হলে রাজি না হওয়ায় জোর করে এমনটি করা হয়। এই ঘটনায় গতকাল শনিবার উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছে ওই যুবকের পরিবার। তবে, অভিযোগ ভিত্তিহীন বলে পুলিশের কাছে পাল্টা অভিযোগ করেছে মুসলিম ওই পরিবার। তাদের মেয়েকে বিয়ে করতে না পেরে পরিবারের সদস্যদের ফাঁদে ফেলতেই ওই যুবক ও তার পরিবার এমন নাটক সাজিয়েছে বলে অভিযোগ তাদের। এই কারণে তারাও থানায় পাল্টা অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান। পুলিশের কাছে দেওয়া অভিযোগে ওই যুবক বলেছেন, চাকরি দেওয়ার কথা বলে গত ২ অক্টোবর উজিরপুরের কুচিয়ার পাড় উচ্চ গ্রামের প্রতিবেশী কালাম হাওলাদার তাকে ঢাকার জিনজিরা নিয়ে যান। পরে তাকে জোড়পূর্বক ধর্মান্তরিত হতে চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় কালাম লোকজন নিয়ে গত ১৬ অক্টোবর ওই যুবককে হাত-পা বেঁধে জোর করে সুন্নতে খতনা করান। পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে চিকিৎসা করানো হয়।। এরপর সুযোগ পেয়ে গত ২২ অক্টোবর ঢাকা থেকে পালিয়ে বরিশালে আসেন হিন্দু ওই যুবক। অভিযোগকারীর ভাষ্য, ‘বাড়িতে আসলেও লোক লজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানাইনি। কিন্তু গত ৬ অক্টোবর আমার চাচি আমাকে সুপারি পাড়তে গাছে উঠতে বলে। আমি রাজি না হলে সে অনেক জোড়াজুড়ি করে। এক পর্যায় আমি তাকে ঘটনাটি খুলে বলি।’ তিনি বলেন, ‘আমার পরিবার ঘটনাটি জানার পরে ৭ নভেম্বর সকালে উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. হরেন রায় ও ইউপি আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের কাছে অভিযোগ দেন। পরে তাদের পরামর্শ অনুযায়ী আমরা উজিরপুর মডেল থানায় ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ করি।’ এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তবে ওই ছেলেকে এখনো পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন এসে অভিযোগ দিয়েছে।’

