সমাজের আলো:  বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে এক কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী। বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। আর শনিবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পাশাপাশি বাড়ি হওয়ায় ওই কিশোর প্রায়ই শিশুটির বাড়িতে আসা–যাওয়া করত। ৮ নভেম্বর সন্ধ্যায় শিশুটির বাড়িতে যায় ওই কিশোর। শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *