সমাজের আলো: “আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রতিটি আসনে নিজেস্ব প্রার্থী দিয়ে ব্যালটের মাধ্যমে একক ভাবে সরকার গঠন করবে। আর এই সরকার গঠনের মধ্য দিয়ে আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে।” খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে সাতক্ষীরা জেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা এসব কথা বলেন। জাতীয়পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু। মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. জহুরুল ইসলাম, লিয়াকত হোসেন চাকলাদার, ধর্মবিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্নসাধারন সম্পাদক এড. ফিরোজ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ। বক্তারা এ সময় তৃনমূল দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *