রবিউল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিপা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্থানীয় প্রতিনিধি যুবদল নেতা আঙ্গুর আল আসাদ বাবু (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে শ্যামনগর-ভেটখালী সড়কের পেচোর মোড় নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী তরানীপুর গ্রামে আজগর গাজীর পুত্র। স্থানীয়রা জানান, কোম্পানির কাজে শ্যামনগর হতে ভেটখালী যাওয়ার সময় পেচোর মোড় নামক স্থানে ইট ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

