সমাজের আলো: নেত্রকোনার পূর্বধলায় ভুল চিকিৎসায় জোনাকি নামে ১০ মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোলাম মোস্তফাকে থানা হেফাজতে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলা সদরের হাসপাতাল গেইট সংলগ্ন মা নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। শিশু জোনাকি উপজেলা সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামের জাহাঙ্গীরের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জোনাকির মাথায় একটি টিউমার অপারেশনের জন্য বিকেলে তার বাবা মা নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে গোলাম মোস্তফার চেম্বারে নিয়ে যায়। সেখানে বিকেল ৫টার দিকে গোলাম মোস্তফা শিশুটির টিউমার অপারেশনের জন্য শিশুর মাথায় লোকাল এনেসথেসিয়া দেন। সাথে সাথে শিশুটির খিচুনি শুরু হয়। পরে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

