রবিউল ইসলামঃ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের রক্তদান সংগঠনের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পদ্মপুকুর ১১৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। রক্তদান সংগঠনের সভাপতি প্রফেসর মো. শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান। এসময় রক্তদান সংগঠনের সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুল রউফ, স্বেচ্ছাসেবী সংগঠনের সিডিও সভাপতি স.ম ওসমান গনি সোহাগ প্রমূখ। আরও উপস্থিত ছিলেন রক্তদান সংগঠনের পরিচালক মো. সাগর হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম হোসেন মুন্না, আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাতারাম বিল্লাহ বাদশা এবং শাহিন বিল্লাহ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *