রবিউল ইসলামঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে জোরপূর্বক অবৈধভাবে নোনা পানি উত্তোলনের কারণে নষ্ট হতে চলেছে শত শত পরিবারের মিষ্টি পানির পুকুরসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। সরেজমিনে জানা যায়, রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের আব্দুল গফফার শেখের পুত্র শেখ গোলাম ফারুক (৫৫) কাউকে তোয়াক্কা না করে জোরপুর্বক তার নিজের মৎস ঘেরে প্রতিনিয়ত নোনা পানি উত্তোলন করে যাচ্ছে। যার কারণে উক্ত গ্রামের শত শত পরিবারের মিষ্টি পানির পুকুরসহ বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে। এলাকার সাধারণ মানুষেরা জানায়, শেখ গোলাম ফারুক রাতের অন্ধকারে ওয়াপদার রাস্তা ছিদ্র করে পাইপ বসিয়ে জোরপূর্বক নোনা পানি উঠানোর কারণে আমাদের এলাকায় ৪ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আজ নষ্ট হতে চলেছে। যার মধ্যে রয়েছে জেলা প্রশাসকের খাওয়ার পানির পুকুর, কমিউনিটি ক্লিনিক, ২০নং রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমজাননগর গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ, পার্শ্ববর্তী কয়েকটি ইটের সোলিংয়ের রাস্তাসহ এলাকার শত শত সাধারণ মানুষের মিষ্টি পানির পুকুর। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (এসও) মাসুুদ রানার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টি সুনজরে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে এলাকার সাধারণ মানুষ বিষয়টি সুনজরে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামালের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
