সমাজের আলো: বাংলাদেশে নতুন করে ধর্মীয় মৌলবাদের উত্থান ও জঙ্গী গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি এক রিপোর্টে তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, ধর্মান্ধ মৌলবাদের উত্থান ঘটানোর সঙ্গে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জঙ্গী গোষ্ঠী। নতুন করে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে এই শক্তি। উগ্র ধর্মান্ধ ইসলামপন্থী দলগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে চেষ্টা করেছে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্মে আসার। এই রিপোর্টের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, এমন একটি সময় রিপোর্টটি বাংলাদেশের হাতে এসেছে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে স্বাধীনতাবিরোধী ও ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি। পরিকল্পিত ভাবেই এদের মাঠে নামানো হয়েছে। তারা এই ভাস্কর্যকে মূর্তি নামে আখ্যায়িত করে এটি অপসারণের দাবি জানিয়ে মাঠ গরম করার জন্য উস্কানিমূলক বক্তৃতা বিবৃতি দিচ্ছে। এ নিয়ে ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করছে এবং বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচীও ঘোষণা করছে। গত শুক্রবার, ২৭ নবেম্বর দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে হেফাজতে ইসলামের কয়েকজন অনুসারী। এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় মিছিলে হেফাজত অনুসারীরা ভাস্কর্যবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী স্লোগানও দিতে থাকে। তবে তারা কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সেই সঙ্গে মিছিলে ছিল না কোন ব্যানার কিংবা পোস্টার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে, বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদী এবং জঙ্গী সংগঠনগুলোর নিঃশেষিত হয়ে যায়নি। বরং বিক্ষিপ্ত কোণঠাসা অবস্থায় থাকা এই সংগঠনগুলো আবার নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী সংগঠনগুলো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির কারণে এদের পরিকল্পনাগুলো অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। কিন্তু তারপরও সারাদেশে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে বলে মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো। এই জঙ্গী সংগঠনগুলোকে পুনর্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক সংগঠন ভূমিকা রাখছে বলেও গোয়েন্দা মনে করছে। গোয়েন্দাদের এই মতামতের সঙ্গে একমত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, বাংলাদেশে জঙ্গী সংগঠনগুলো এখন মূল ধারার রাজনীতির আশ্রয় -প্রশ্রয় পাচ্ছে।

