সমাজের আলো।।স্বাস্থ্য শিক্ষা বিভাগ, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরার পরিচালনায় অদ্য ৩রা ডিসেম্বর ২০২০ সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা প্রাঙ্গনে জনগনের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য সুসজ্জিত রিক্সা ভ্যান চালিত ভ্রামমান স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ‘স্বাস্থ্যবান’ পরিচয়ে নতুন প্রচার কার্যক্রমের যাত্রা শুরু। সংক্রামক, অসংক্রামক, রিইর্মাজিং ও নিউলিইর্মাজিংসহ নানাবিধ রোগ ব্যাধির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে সাতক্ষীরার বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানসমূহে এ সেবা পরিচালিত হবে। সেবার মধ্যে প্রাধান্য পাবে সচেতনতামূলক বার্তা প্রচার, বিভিন্ন রোগ-ব্োধির উপর লিফলেট-পোষ্টারসহ আইসি ম্যাটেরিয়াল সরবরাহ, স্বাস্থ্য সেবা সংক্রান্ত পরামর্শপ্রদান প্রভৃতি। মূলতঃ স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবান জাতিগঠনই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। মুজিব বর্ষে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এটি একটি অনন্য উদ্যোগ। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. মোঃ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন, সাতক্ষীরা। উপস্থিত ছিলেন উক্ত কার্যক্রমের মূলপরিকল্পনা ও সমন্বয়কারী জনাব পুলক চক্রবর্ত্তী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সাতক্ষীরা এবং জনাব মোছাঃ শাহীনুর খাতুন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, উক্ত কর্মসূচির সহকারী সমন্বকারী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সাইফুল আলম, মেডিকেল অফিসার, সদর হাসপাতাল সাতক্ষীরা, আশেক নেওয়াজ, প্রধান সহায়কসহ সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধণী বক্তব্যে সিভিল সার্জন বলেন ’এ কার্যক্রম ডিজিটাল উপায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থের উন্নতিতে ভুমিকা রেখে দেশকে একটি সুস্থ সবল জাতি গঠনে সহায়তা করবে।’ স্বাস্থ্যবান ভ্যানটি চালিত হবে স্বাস্থ্য শিক্ষা বিভাগ, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরার দুইজন অডিও ভিজ্যুয়াল অপারেটরসহ একজন দক্ষ চালকের সমন্বয়ে।

