সমাজের আলো। ।বিগত সময়ে স্থানীয় নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহীদের আর মনোয়ন দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু বিদ্রোহীরা নয় বিদ্রোহীদের পেছনে যারা মদদদাতা, তিনি মন্ত্রী হোন, এমপি হোন, অথবা দলের কোনেো বড় নেতা হোন, কারও ব্যাপারে কোনো ছাড় নেই। তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। স্থানীয় নির্বাচনে নৌকার বিদ্রোহী বা বিরোধীতাকারীদের আগামীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই বিদ্রোহী করে পার পাওয়ার কোনো উপায় নেই। লুকিয়ে-চাপিয়ে কেউ বিদ্রোহী হয়েও যদি নমিনেশন চান, সেটি কিন্তু আমরা অনুসন্ধান করি এবং এটি আমরা নজরদারিতে রেখেছি। কারা কারা বিদ্রোহ করেও প্রার্থিতার জন্য আবারও ফরম দিয়েছে বা ফরম জমা করছে, যারা বিদ্রোহ করেছেন অতীতে, পরাজিত অথবা বিজয়ী তাদের ফরম সংগ্রহের কোনো প্রয়োজন নেই।’

